ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

গৌরনদীতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৫
গৌরনদীতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: পূর্ব বিরোধের জের ধরে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।



আহতদের মধ্যে রাকিব শিকদার (২৩), আল-আমিন (১৮), করিম তালুকদার (২০), কৌশিক আহম্মেদ (১৮), হিরণ মিয়া (২২) ও রাসেল আহম্মেদকে (২৬) বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং কবির হোসেন মৃধা (২৪) ও আরিফ হোসেনসহ (২৮) চারজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম শিকদারের ছেলে ছাত্রলীগ নেতা সংগীত শিকদারের সঙ্গে আওয়ামী লীগের আরেক নেতা মো. আনোয়ার হোসেন রাঢ়ির ছেলে মো. রাসেল রাঢ়ির বিরোধ রয়েছে। এ নিয়ে ২৮ মার্চ মাহিলাড়া ডিগ্রি কলেজে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এর জের ধরে বুধবার দুপুরে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় আবারও দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, সংঘর্ষের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো (বিকেল ৫টা) কোনো পক্ষ মামলা দায়ের করেনি।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।