ময়মনসিংহ: জেলা শহরের পণ্ডিতপাড়া রোড এলাকার ‘ময়মনসিংহ টাওয়ার’ নামের এক ছাত্রবাসে অভিযান চালিয়ে শিবির নেতা শামসুল ইসলাম রানাসহ ১১ জন শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ মার্চ) গভীর রাতে তাদের আটক করা হয়।
বুধবার (০১ এপ্রিল) কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শিবিরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ওই ছাত্রবাস ভাড়া নিয়ে শিবিরকর্মীরা গোপনে সংগঠিত হয়ে নাশকতার পরিকল্পনা করছিল। এমন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
আটক হওয়া ওই শিবিরকর্মীদের কাছ থেকে দলীয় কাগজপত্র, রেজিস্ট্রার খাতা ও একটি কম্পিউটার উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫