ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সালাহউদ্দিনকে ফিরিয়ে দেওয়ার দাবি মুক্তিযোদ্ধা দলের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৫
সালাহউদ্দিনকে ফিরিয়ে দেওয়ার দাবি মুক্তিযোদ্ধা দলের বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতারা।
 
বুধবার (১ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও সালাহউদ্দিন আহমেদকে ফিরিয়ে দেওয়ার দাবিতে আয়োজিত এক সমাবেশে তারা এ দাবি জানান।



সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ২০ দলীয় জোটের শরীক দল কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মো. ইব্রাহিম, বীর প্রতীক বলেন, একদিন এসব গুম, খুনের অপরাধে সরকারের বিচার হবে। কেউ বিচার না করলেও আল্লাহ তাদের বিচার করবেন।
 
তিনি সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদের পক্ষে প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, সালাহউদ্দিন আহমেদকে ফিরিয়ে দেন। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, আপনারাও এ দায় এড়াতে পারেন না।
 
সমাবেশে সালাহউদ্দিন আহমেদের স্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন তাকে (সালাহউদ্দিন) ধরে নিয়ে গেছে এ ব্যাপারে আমরা শতভাগ নিশ্চিত। তাদের কাছেই দাবি জানাচ্ছি, আপনারা আমার স্বামীকে ফিরিয়ে দিন। আমার সন্তানদের কাছে কি জবাব দেবো!
 
এ সময় তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, আপনার কাছে আর কিছু চাই না। শুধু আমার স্বামীকে ফিরিয়ে দিন।
 
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সাংসদ রাশেদা বেগম হিরা বলেন, বিএনপির চেয়ারপার্সনের কার্যালয় থেকে কত বস্তা ময়লা ফেলা হয়েছে সে খবর প্রধানমন্ত্রী রাখেন। তাহলে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ কোথায় আছেন তাও প্রধানমন্ত্রীর অজানা নেই।

সমাবেশে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, গত তিনমাসে সরকার পুলিশের জন্য বাড়তি ১২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। পুলিশ গুলি করলেই শুধু টাকা।
 
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে এ সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহিন, বিএনপি নেতা মেজর (অব.) মিজানুর রহমান, শাহ মো. আবু জাফর, মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সভাপতি আবেদুর রহমান প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।