ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন সমর্থিত দুই মেয়র প্রার্থীই নির্বাচন কমিশনের বৈধতা পেয়েছেন।
বুধবার (১ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমদ আব্দুল কাইয়ূম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তরে অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ মোহাম্মদ ফজলে বারী মাসউদ ও দক্ষিণে আলহাজ আব্দুর রহমান মেয়র পদে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের অনুমতি পেয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫ এলকে/সম্পাদনা: রিয়াজ।