ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সুষ্ঠু সিটি নির্বাচনের ব্যাপারে সন্দিহান ২০ দল

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৫
সুষ্ঠু সিটি নির্বাচনের ব্যাপারে সন্দিহান ২০ দল বরকত উল্লাহ বুলু

ঢাকা: আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও অবাধ হওয়ার ব্যাপারে সন্দেহ ও শঙ্কা প্রকাশ করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

বুধবার (১ এপ্রিল) বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলুর পাঠানো এক বিবৃতিতে এ সন্দেহ ও শঙ্কা প্রকাশ করা হয়।



বিবৃতিতে ২০ দলীয় জোটের পক্ষে বরকত উল্লাহ বুলু অভিযোগ করে বলেন, সরকার দলীয় সন্ত্রাসী ও লুটেরাদের অবাধ বিচরণ এবং সরকারের মন্ত্রী, এমপি, প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সুস্পষ্ট অভিযোগ সত্ত্বেও তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে নির্বাচন কমিশনের উদাসীনতার কারণে তিন সিটি কর্পোরেশনের ভোটার ও নাগরিক সমাজ সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সন্দিহান ও শংকিত।

তিনি বলেন, ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন সরকার তাদের অপশাসন ও অবৈধ কর্মকাণ্ডকে জনদৃষ্টির আড়ালে রাখতে জনপ্রশাসন, বিচার বিভাগ, আইন-শৃঙ্খলা বাহিনী ও নিয়ন্ত্রিত গণমাধ্যমকে ইচ্ছামতো ব্যবহার করছে।

বরগুনা জেলার তালতলীর হিন্দু পরিবার উচ্ছেদের ঘটনার কোনো সুষ্ঠু তদন্ত ছাড়া বিরোধী রাজনৈতিক কর্মীদের দায়ী করা হচ্ছে অভিযোগ করে তিনি দাবি করেন, এই ন্যাক্কারজনক ঘটনায় সরকার দলীয় লোকজনই জড়িত।

বিএনপির এ যুগ্ম-মহসচিব অভিযোগ করেন, ঢাকাসহ সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শাসকগোষ্ঠীর ব্যক্তিগত ও দলীয় স্বার্থে ব্যবহারের ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে।

২০ দলীয় জোটের আন্দোলন জনগণের মুক্তির জন্য দাবি করে বুলু বলেন, স্বৈরাশাসনের নগ্ন থাবা ও দেশের অচলাবস্থা নিরসনে জনগণ অচিরেই তাদের ভোটের অধিকার, নাগরিক অধিকার, বাক-ব্যক্তি স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করবেই।

আবারও সরকারের কাছে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে জাতীয় সংসদ নির্বাচনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের কারামুক্তি দাবি করেন।

বুলু অভিযোগ করে বলেন, বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদসহ নিখোঁজ বিরোধী দলের আরও অনেক নেতাকর্মীর সন্ধান এখন পর্যন্ত দিচ্ছে না সরকার কিংবা আইন-শৃঙ্খলা বাহিনী।

অবিলম্বে নেতা-কর্মীদের অক্ষত ও সুস্থ অবস্থায় তাদের পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ার দাবি জানান বিএনপির এ যুগ্ম-মহাসচিব।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।