গাইবান্ধা: ২০১৯ সালের একদিন আগেও জাতীয় সংসদ নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
বুধবার (০১ এপ্রিল) বিকেলে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ১৪দল আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী পাঁচ বছর পর নির্দিষ্ট সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৯ সালের সে নির্বাচনে আওয়ামী লীগই জয়ী হবে আশা প্রকাশ করেন তিনি।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, জনগণ আপনার আন্দোলন প্রত্যাখ্যান করেছে। আপনি চলমান অবরোধসহ একের পর এক হরতাল আহ্বান করলেও জনগণ তাতে সাড়া দিচ্ছে না। কারণ, জনগণ বুঝতে পেরেছে আপনার এ আন্দোলন জনবিরোধী। নির্বাচনের আগে বারবার আহ্বান করেও আপনার সাড়া মেলেনি। আজ অসময়ে আপনি সংলাপ-সংলাপ করছেন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রধান আতাউর রহমান বাবলুর পরিচালনায় জনসভায় আরো বক্তব্য রাখেন- সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা যুবলীগের সভাপতি মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইসলাম জুয়েল, উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জর্জ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আকন্দ বুলবুল প্রমুখ।
জনসভায় স্বাস্থ্যমন্ত্রী গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন। এছাড়া, স্বাস্থ্য কমপ্লেক্সে একটি আধুনিক অ্যাম্বুলেন্স প্রদানের ঘোষণা দেন তিনি।
এর আগে, মন্ত্রী স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের প্রচেষ্টায় নির্মিত চারতলা বিশিষ্ট উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের উদ্বোধন করেন।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫