ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার সঙ্গে আপস মানে গণতন্ত্রের মৃত্যুতে দস্তখত

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৫
খালেদার সঙ্গে আপস মানে গণতন্ত্রের মৃত্যুতে দস্তখত

জাতীয় সংসদ ভবন থেকে: বিএনপি নেত্রীকে সন্ত্রাসী আখ্যায়িত করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা কোনো রাজনীতিক নন, সন্ত্রাসী। খালেদা জিয়ার সঙ্গে আপস মানে গণতন্ত্রের মৃত্যুতে দস্তখত করা।



বুধবার (০১ এপ্রিল) রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া যা করছেন, তা গণতন্ত্রের সজ্ঞায় পড়ে না। যুদ্ধের সঙ্গেও যায় না। যুদ্ধেও কিছু নিয়ম-কানুন, মানবিক দিক মানা হয়, কিন্তু খালেদা তা মানেন না।

তিনি বলেন, খালেদা জিয়া ভয়ানক সন্ত্রাসীতে রূপান্তরিত হয়েছেন। খালেদা রাজনীতিক নন, সন্ত্রাসী। বিএনপি রাজনৈতিক দল নয়, একটি সন্ত্রাসী চক্র। এই সন্ত্রাসী খালেদাকে গণতন্ত্রের বাগানে বিচরণ করার সুযোগ দিলে গণতন্ত্রকে তছনছ করে দেবেন। গণতন্ত্রের জন্য খালেদা জিয়া বিপদজনক। তাই তাকে রাজনীতির বাইরে রাখতে হবে।

সংলাপ  প্রসঙ্গে বলেন, মানবের সঙ্গে  দানবের কোনো দিনই সংলাপ হয় না। সন্ত্রাসীর সঙ্গে গণতন্ত্রের সমঝোতা হয় না। তাই সংলাপের নামে খালেদা জিয়ার সঙ্গে কোনো আপস হতে পারে না।

তিনি বলেন, খালেদা প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছেন। এই যুদ্ধে  খালেদা জিয়া জিতলে পাকিস্তান, আফগানিস্তনের মতো পরিণতি হবে বাংলাদেশের। খালেদার সঙ্গে আপস করা মানে গণতন্ত্রের মৃত্যুদণ্ডে দস্তখত করা।

তথ্যমন্ত্রী আরও বলেন, গণতন্ত্রের রাজনীতিতে ছাড় আছে, কিন্তু সন্ত্রাসের কোনো ছাড় নেই। সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না।

এরপরেও সংলাপপন্থিরা যদি মিটমাট চান- এর অর্থ হচ্ছে গণতন্ত্রে স্থায়ী অশান্তি, বলেন তথ্যমন্ত্রী।
 
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫

** বৃহস্পতিবার শেষ হচ্ছে পঞ্চম অধিবেশন
** বাল্যবিয়ে রোধে হচ্ছে নতুন আইন
** সুন্দরবন রক্ষায় ভারত-বাংলাদেশ প্লাটফর্ম গঠনের সুপারিশ
** বৃহস্পতিবার আ’লীগের সংসদীয় দলের সভা
** আমাকে হত্যা করতে না পারার দুঃখ বিএনপি নেত্রীর
** স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করা উচিত
** কোর্টের নির্দেশ এলে খালেদার সম্পত্তি বাজেয়াপ্ত
** পোশাক শিল্পে বিদেশি বাজার হারানোর আশঙ্কা
** খালেদার কথাও শুনেন না, ফোনও ধরেন না দলের নেতারা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।