ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে গত তিন মাসে হরতাল-অবরোধে হামলাকারী ও অর্থ যোগানদাতাদের ধরতে সাঁড়াশি অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এমপি।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীতে আলোচনায় সভায় তিনি এ কথা বলেন।
‘প্রয়াত মেয়র মো. হানিফের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
হাছান মাহমুদ বলেন, বিএনপি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড চায়। আমি বলি লেভেল প্লেয়িং ফিল্ড দরকার। তবে সমপরিবেশের নামে নির্বাচন কমিশন বা আইন-শৃঙ্খলা বাহিনী সন্ত্রাসীদের জড়ো হতে সুযোগ দিতে পারে না। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য গত তিন মাসের হরতাল-অবরোধে যারা অগ্নিসংযোগ করেছে, ককটেল- পেট্রোল, বোমা মেরেছে, তাদের ধরতে সাঁড়াশি অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে এসব কর্মকাণ্ডে অর্থ যোগানদাতাদেরও আইনের আওতায় আনতে হবে। যাতে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত না রাখতে পারে।
লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য মন্ত্রীদের প্রচারণায় সুযোগ করে দেওয়ারও আহ্বান জানান তিনি।
প্রয়াত মেয়র হানিফের স্মৃতিচারণ করে হাছান মাহমুদ বলেন, ঢাকাবাসীর সামনে সুযোগ এসেছে, হানিফ ভাইয়ের ঋণ শোধের।
বিএনপি প্রার্থীদের গ্রেফতারের ইঙ্গিত দিয়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, অভিজাত ব্যক্তি হলে আইন ভিন্ন দৃষ্টিতে দেখবে, এটা ভাবার কোনো সুযোগ নেই। আইনের দৃষ্টিতে একজন সাধারণ কর্মীর মত সবাই সমান। ভালো মানুষকে আইন ছুঁবে না, দুষ্ট লোকদের ছাড়বেও না। সন্ত্রাসীদের ঢাকায় জড়ো করবেন, পুলিশ আঙ্গুল চুষবে? এরকম কোনো সুযোগ দেওয়া হবে না।
তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড হবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে রকম পরিবেশ দরকার, সেরকম সুষ্ঠু পরিবেশেই নির্বাচন হবে। কিন্তু পেট্রোল বোমার আসামিরা অবাধে বিচরণ করবে, এটা লেভেল প্লেয়িং ফিল্ড না। তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নেতাদের জামিন দেবে কি দেবে না, এটা আদালতের ব্যাপার। নেতাদের ছেড়ে দেওয়ার মত মামার বাড়ি আবদার কোনো ভাবেই পূরণ করা হবে না।
কামরুল বলেন, বিএনপি হরতাল-অবরোধের এমন বারোটা বাজিয়েছে। বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল হরতাল-অবরোধ ডাকার সাহস পাবে না।
তিনি বলেন, বিএনপির অফিসে ভয়ে কেউ যায় না। আপনারা (বিএনপি) বসতে চাইলে যান, সরকারের পক্ষ থেকে কোনো রকম বাধা দেওয়া হবে না।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ড. ইনামুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সদস্য সুজিত রায় নন্দী, শিক্ষক নেতা শাহজাহান সাজু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫