ঢাকা: বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেছেন দাবি করে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদ বলেছেন, সালাহউদ্দিন আহমেদকে আইন-শৃঙ্খলা বাহিনীই তুলে নিয়ে গেছে, এটা এখন সবার কাছে স্পষ্ট।
তিনি বলেন, তারা যেহেতু বিষয়টি অস্বীকার করছেন, তাই সালাহউদ্দিন আহমেদ নিখোজঁ হওয়ার দু’দিন আগে তার গাড়িচালক ও ব্যক্তিগত স্টাফদের আইন-শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য (সেটা ডিবি হোক বা ৠাব হোক যারাই) গ্রেফতার করেছিলেন তাদের গণমাধ্যমের সামনে হাজির করুন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। ‘সালাহউদ্দিন আহমেদের সন্ধান এবং নির্বিচারে গ্রেফতার গুম, খুন, অপহরণ ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবিতে’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ।
‘সালাহউদ্দিন আহমেদ গভীর আত্মগোপনে আছেন’- সরকারের মন্ত্রীদের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে সংবাদ সম্মেলনে শওকত মাহমুদ বলেন, তিনি যদি আত্মগোপনেই থাকেন, তাহলে তাকে খুঁজে বের করার দায়িত্বওতো সরকারের।
আইন-শৃঙ্খলা বাহিনী তাকে খুঁজে বের করার দায় এড়াতে পারে না বলেও দাবি করেন বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাংবাদিক রুহুল আমিন গাজী।
২০১৩ থেকে ২০১৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১১৩ জন গুম হয়েছেন বলে লিখিত বক্তব্যে দাবি করেন বিএনপিপন্থি এ সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক। এ সময় তিনি দেশে গুম, খুন, অপহরণ বন্ধের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
বিএনপির মেয়র ও কাউন্সিলর প্রার্থীসহ নেতাকর্মীরা মাঠে নামতে পারছেন না, কেন্দ্রীয় এবং বিভিন্ন জেলার বিএনপির কার্যালয় বন্ধ করে রাখা হয়েছে অভিযোগ করে আসন্ন তিন সিটি কর্পোরেশনে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানান রুহুল আমিন গাজী।
সংবাদ সম্মেলনে নিখোঁজ সালাহউদ্দিন আহমেদের সহধর্মিনী হাসিনা আহমেদ বলেন, সালাহউদ্দিন আহমেদকে আইন-শৃঙ্খলা বাহিনীই তুলে নিয়ে গেছে, এটা এখন আমার কাছে দিনের আলোর মতোই স্পষ্ট। তাই অস্বীকার করে কোনো লাভ নেই। এটা কাউকে বিশ্বাসও করাতে পারবেন না।
তিনি আরও বলেন, সালাহউদ্দিন আহমেদ তো কোনো অপরাধ করেননি, অন্যায় করেননি। তাহলে কেন তার সঙ্গে এরকম হবে? তার বিরুদ্ধে মামলা থাকলে আদালতে হাজির করুন।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে হাসিনা আহমেদ বলেন, আমি আপনার কাছে অনুরোধ করছি, দয়া করে আমার স্বামীকে জনসম্মুখে হাজির করুন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সভাপতি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ০২,২০১৫