ঢাকা: দেশের রাজনীতির মাঠে ওয়ান-টু’র খেলা চলছে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ মন্ত্রী জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।
বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় যুব সমাজ সংহতির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিটি কর্পোরেশন নির্বাচনে জেপির প্রার্থীদের মনোনয়ন দাবির প্রেক্ষিতে তিনি বলেন, আমরা নির্বাচনে ভাগ চাই। নির্বাচনে করবে জ্ঞানী গুনী মানুষরা। কিন্তু তারা মনোনয়ন পত্র দাখিল করলে তা প্রত্যাখ্যান করে। কী রহস্য আছে এতে। ওয়ান টু’রখেলা চলছে রাজনীতিতে। কেউ জানে না কী হচ্ছে। এ খেলা বন্ধ না হলে সুষ্ঠু রাজনীতি করা সম্ভব না।
বর্তমানে একজন আরেকজনকে টোকা দিচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, বর্তমানে যে রাজনীতির পরিস্থিতি চলছে তাকে ক্যারামবোর্ড খেলা বলা যায়। এক গুটি আরেক গুটিকে টোকা দিচ্ছে। কোনো গুটি রেখে কোন গুটি পড়ছে তা বোঝা যাচ্ছে না। বিরোধী দল সিটি কর্পোরেশন নির্বাচনে সামরিক হস্তক্ষেপ চায়। কিন্তু কেন চায়।
বিএনপি নেতৃত্বাধীন সময়ে অত্যাচার নির্যাতন চরমে উঠেছিলো মন্তব্য করেন বন ও পরিবেশ মন্ত্রী। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনার নির্বাচনে না এসে কী করে বলেন যে নির্বাচন সুষ্ঠু হয়নি। আপনারা অত্যাচার নির্যাতনের কথা বলেন। কিন্তু আপনারাওতো দশ বছর ক্ষমতায় ছিলেন। অত্যাচার নির্যাতনের চরমে উঠেছিলেন। আমার মতো নিরীহ মানুষকেও আপনারা তিন বার গ্রেফতার করেছেন। আমরা ষড়যন্ত্রের রাজনীতি করি না।
এ সময় জেপির যুগ্ম মহাসচিব এম এ কাইয়ুমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেপির মহাসচিব শেখ শহিদুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫