ঢাকা: ঊনসত্তরের গণআন্দোলনের অন্যতম নেতা ও ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রবীণ আইনজীবী সুধীর কুমার হাজরা (৭৪) মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ৮টায় ঢাকার মিটফোর্ড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে সুধীর কুমার এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মরদেহ প্রথমে পুরান ঢাকার আদালত পাড়ায় নেওয়া হলে সর্বস্তরের আইনজীবীরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে তার মরদেহ গৌরীমটে নিয়ে যাওয়া হয়। সেখানেও হিন্দু সম্প্রদায়ের বিপুলসংখ্যক জনতা সুধীর কুমারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। পরে পোস্তগোলা শশ্মানে তাকে দাহ করা হয়।
সুধীর কুমার হাজরার মৃত্যুতে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তারানা হালিম, কার্যকরী সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা অরুণ সরকার রানা, পোস্তগোলা মহাশশ্মান কমিটির সভাপতি নিতাই চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক বাবুল দাস, দিন মজদুর লীগের সভাপতি মিজানুর রহমান মিজান, আমরা মুজিব সেনার চেয়ারম্যান শাহাদত চৌধুরী সাধন গভীর শোক প্রকাশ করেছেন। তারা সুধীর কুমারের শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
প্রবীণ এ আইনজীবীর মৃত্যুতে শোক জানায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু জাতীয় মৈত্রী পরিষদ, রাধা গোবিন্দ জিউ ঠাকুর মন্দির কমিটি, রামসীতা মন্দির কমিটিও।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫