ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেট স্বেচ্ছাসেবক দলের কর্মীদের আটকে কেন্দ্রের নিন্দা

বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫
সিলেট স্বেচ্ছাসেবক দলের কর্মীদের আটকে কেন্দ্রের নিন্দা

ঢাকা: ২০ দলীয় জোট ঘোষিত হরতাল-অবরোধ কর্মসূচির সমর্থনে সিলেটে স্বেচ্ছাসেবক দলের এক  মিছিলে পুলিশের গুলি ও বেশ কয়েকজন নেতাকে আটকের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু বিবৃতিতে নিন্দা জ্ঞাপন করেন।

এতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার সিলেট মহানগরীর বারুতখানা এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক মিছিলে পুলিশ হামলা করে ও গুলি চালায়। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক আজমল হোসেন রায়হান, স্বেচ্ছাসেবক দল নেতা মুহিব, সালাম, জাকারিয়া ও এমরান গুলিবিদ্ধ হন। এছাড়া আটক করা হয় শাহ পরান থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দীপক রায়, দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক দল নেতা এ. ইউ তাহের, সাযেফকে।

বিবৃতিতে সরকারকে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জনগণের মনের ভাষা বোঝার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে অবিলম্বে সিলেটে ২০ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলাকারী পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা ও আটকদের দ্রুত মুক্তির দাবিও করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।