সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি-জামায়াতের চার নেতাকর্মীকে আটক করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার শ্যামলীপাড়া গাউসিয়া মার্কেটের কাছ থেকে তাদের আটক করা হয়।
আটক নেতাকর্মীরা হলেন-পূর্ণিমাগাঁতী ইউনিয়ন বিএনপির সভাপতি ও কোনাগাঁতী গয়হাট্টা গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান (৪৫), ত্রিফলগাঁতী ওয়ার্ড জামায়াতের কোষাধ্যক্ষ আবু জাফর সিদ্দিক (৪২), কাওয়াক গ্রামের জামায়াত কর্মী আব্দুস সালাম (৩৮) ও খোসালপুর গয়হাট্টা গ্রামের বিএনপি কর্মী আইয়ুব আলী (৪৮)।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক নেতাকর্মীদের জিজ্ঞাসাবাদ চলছে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫