ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগের ৮ ইউনিটে সম্মেলনের তারিখ ঘোষণা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫
ছাত্রলীগের ৮ ইউনিটে সম্মেলনের তারিখ ঘোষণা

ঢাকা: বাংলাদেশ ছাত্রলীগের আটটি জোনাল ইউনিটে নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে সম্মেলনের তারিখ ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় ছাত্রলীগের দফতর সম্পাদক শেখ রাসেলের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



আগামী ১৮ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের আটটি ইউনিটে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। আট ইউনিটের মধ্যে সাতটি জেলা এবং একটি বিশ্ববিদ্যালয় রয়েছে।

এর মধ্যে আগামী ১৮ এপ্রিল নরসিংদী, ২৩ এপ্রিল নারায়ণগঞ্জ, ৩০ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ, ২ মে ঝালকাঠি, ৬ মে বগুড়া, ৭ মে সিরাজগঞ্জ, ৯ মে ভোলা জেলায় সম্মেলন অনুষ্ঠিত হবে।

এছাড়া ১৬ মে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগকে শক্তিশালী এবং গতিশীল করতে বিভিন্ন জেলা ইউনিটসমূহের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।