বগুড়া: বগুড়ায় হরতাল-অবরোধের সমর্থনে ‘নিয়ম রক্ষার’ কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। স্বল্পতম সময়ে গুটি কয়েক পছন্দের লোক নিয়ে হঠাৎ করেই মিছিল ও সংক্ষিপ্ত পথসভা করে জোটের জেলা আহবায়ক সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে আগের দিনের মতোই নিজ বাসভবনের নিচের রাস্তায় সূত্রাপুর রিয়াজ কাজী লেনে কমফোর্ট হাউজিং এ সংক্ষিপ্ত পথসভা করেন।
সভা শেষে একটি মিছিল পিটিআই মোড়, মফিজ পাগলার মোড় হয়ে শেরপুর রোড গোহাইল রোড ঘুরে পুনরায় সুত্রাপুর রুপকথা হাউজিং এলাকায় গিয়ে শেষ হয়। সব মিলিয়ে প্রায় ১০ মিনিটের কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচি পালনকালে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক তালুকদার বেলাল, সহ-সভাপতি অ্যাডভোকেট রাফি পান্না, ডা: আফসারুল হাবিব রোজ, লাভলী রহমান, যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, ইসলামী ঐক্যজোটের নেতা ইঞ্জিনিয়ার শামছুল হকসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে বলেন, জনগণ আওয়ামী দু:শ্বাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। অচিরেই আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ২ এপ্রিল, ২০১৫