ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

আন্দোলন অব্যাহত রাখতে জামায়াতের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫
আন্দোলন অব্যাহত রাখতে জামায়াতের আহ্বান

ঢাকা: ২০ দলীয় জোটের আন্দোলন অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জোটের অন্যতম শরীক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
 
বৃহস্পতিবার (০২ এপ্রিল) রাতে সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ আহ্বান জানান।



বিবৃতিতে তিন সিটি করপোরেশন নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে জনগনের শঙ্কা কাটছে না বলে অভিযোগ করা হয়।

এছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করা এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে নির্বাচনের ১৫ দিন আগে অবশ্যই সেনাবাহিনী মোতায়েন করা প্রয়োজন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
 
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।