ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচনী মাঠে সমান সুযোগের দাবি ২০ দলের

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫
নির্বাচনী মাঠে সমান সুযোগের দাবি ২০ দলের

ঢাকা: আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের দাবি জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বৃহস্পতিবার বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।



এতে বলা হয়, ২০ দলীয় জোটের দাবি অনুযায়ী নির্বাচন কমিশন সিটি নির্বাচনগুলোতে সেনাবাহিনী মোতায়েনের পাশাপাশি বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়সহ জোটভুক্ত সকল দলের কার্যালয় অবিলম্বে খুলে দিয়ে নির্বাচনী মাঠে সকলের সমান সুযোগ নিশ্চিত করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক একপেশে আচরণের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে-এটাই জনদাবি।

পাশাপাশি ২০ দলীয় জোটের উদ্যোগে দেশব্যাপী চলমান টানা অবরোধের পাশাপাশি হরতালসহ বিভিন্ন সময়ে ঘোষিত অন্যান্য কর্মসূচি শান্তিপূণভাবে পালন করার জন্য জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে জোটনেতা বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে বিবৃতিতে।     

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।