ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫
সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান

ঢাকা: তিন সিটি নির্বাচন যেন ৫ জানুয়ারির পুনরাবৃত্তি না হয়, সেদিকে খেয়াল রাখতে সরকাররে প্রতি দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
 
বৃহস্পতিবার (০২ এপ্রিল) রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম এ দাবি জানান।

সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টির জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বানও জানান তিনি।
 
বিবৃতিতে বলা হয়, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনাবাহিনী মোতায়েন করা যেতে পারে। আর সার্বিকভাবে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হলে নির্বাচন বয়কট করা হবে বলে হুঁশিয়ারিও জানানো হয়।
 
তিন সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের চূড়ান্ত নামের তালিকাও বিবৃতিতে প্রকাশ করা হয়।
 
এরমধ্যে, ঢাকা উত্তরের ১১ নম্বর ওয়ার্ডে আলহাজ আব্দুল বারেক, ১৯ নম্বরে মোহাম্মদ আল মামুন সানু এবং ২২ নম্বর ওয়ার্ডে খন্দকার আতাউর রহমান শাহীন। আর ঢাকা দক্ষিণের ২৯ নম্বর ওয়ার্ডে রয়েছেন আলহাজ মোহাম্মদ সফর আলী সবুর, ৫২ নম্বর ওয়ার্ডে আলহাজ মনোয়ার হোসেন মনা, ৫৩ নম্বরে আলহাজ সাইফুল ইসলাম তরফদার ও ৫৬ নম্বরে মোহাম্মদ ইয়াকুব হোসেন।

এছাড়া, চট্টগ্রাম সিটির ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আব্দুস সালাম, ৯ নম্বরে মোহাম্মদ আলী আসগর চৌধুরী ও ৩৯ নম্বরে মাওলানা আমীর হোসাইন।  

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।