ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সরকার ও নির্বাচন কমিশনের আচরণ সুষ্ঠু নির্বাচনে বাধা

বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৫
সরকার ও নির্বাচন কমিশনের আচরণ সুষ্ঠু নির্বাচনে বাধা

ঢাকা: সরকার ও নির্বাচন কমিশনের আচরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রধান বাধা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি। তিনি বলেছেন, সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তারা ইতোমধ্যেই নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার জন্য মাঠে তৎপরতা শুরু করেছে।

যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বাধা।

শুক্রবার (০৩ এপ্রিল) গুলশানে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র সম্পাদকমণ্ডলীর এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা প্রশাসনের সহায়তায় ব্যাপকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে। কিন্তু ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থীরা মামলার পাহাড় মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। হামলা, মামলা ও পুলিশের হয়রানির ভয়ে তারা মাঠে নামতে পারছেন না। তিনটি সিটি করপোরেশনের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নির্ভর করছে সরকার ও নির্বাচন কমিশনের সদিচ্ছার ওপর।

ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- ন্যাপ যুগ্ম মহাসচিব সৈয়দ শাহজাহান সাজু, স্বপন কুমার সাহা, মোড়ল আমজাদ হোসেন, দফতর সম্পাদক মো. নুরুল আমান চৌধুরী, অর্থ সম্পাদক আহসান হাবিব খাজা, প্রচার সম্পাদক মো. শহীদুননবী ডাবলু, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, উপ-সম্পাদক মো. শামিম ভুইয়া, আবদুল্লাহ আল মাসুম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।