ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

নালিতাবাড়ী উপজেলা আ’লীগের কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৫
নালিতাবাড়ী উপজেলা আ’লীগের কমিটি গঠন

শেরপুর: মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেনকে সভাপতি ও ফজলুল হককে সাধারণ সম্পাদক করে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ৬৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
 
শুক্রবার (০৩ এপ্রিল) স্থানীয় পাবলিক হল অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

 
 
বিকেলে শুরু হয়ে সম্মেলন চলে সন্ধ্যা পর্যন্ত। সম্মেলনে সভাপতিত্ব করেন- নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান জিয়াউল হোসেন।
 
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
 
এ সময় বক্তব্য রাখেন- পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোসাদ্দেক ফেরদৌসী প্রমুখ।
 
সম্মেলনের উদ্বোধন করেন- জেলা আওয়ামী লীগ সভাপতি ও জাতীয় সংসদের হুইপ মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক।
 
এর আগে, ২০০৩ সালের (০১ জুন) নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন ও কমিটি গঠন করা হয়।  
 
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।