ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

কার্যালয়ে খালেদার ২১৬৪ ঘণ্টা

সাজেদা সুইটি, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৫
কার্যালয়ে খালেদার ২১৬৪ ঘণ্টা খালেদা জিয়া / ফাইল ফটো

ঢাকা: রাজনৈতিক কার্যালয়ে টানা তিনটি মাস কাটিয়ে দিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ৯০ দিন আগে (৩ জানুয়ারি) থেকে তিনি সেখানেই রয়েছেন।

এ নিয়ে ২১৬৪ ঘণ্টার বেশি সময় কাটছে গুলশানের ৮৬ নম্বর রোডে তার ডুপ্লেক্স কার্যালয়টিতে।

শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সুস্থ রয়েছেন। প্রতিদিন তার বোন ও ভাইয়ের স্ত্রীরা এসে দেখা করে যাচ্ছেন, বাসা থেকে খাবারও আসছে। নিয়মিত চিকিৎসক এসে তাকে দেখে যাচ্ছেন।

তার সঙ্গীদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলাদলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা, খালেদার সহকারী শিমুল বিশ্বাস কিছুটা অসুস্থ রয়েছেন।

এছাড়া খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল মেরুদণ্ডের ব্যথায় ভুগছেন।

জানুয়ারি ও ফেব্রুয়ারিতে খালেদাকে গ্রেপ্তার ও তার কার্যালয় তল্লাশি হতে পারে- এমন খবরে গুলশানকেন্দ্রিক মনোযোগ সবার বেড়ে যায়। মার্চেও তার রেশ কিছুটা ছিল। তবে ইদানিং তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

এই তিনটি মাসে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভিন্নরূপ নিয়েছে। টানা হরতাল ও অবরোধের প্রতি প্রথমদিকে যেমন ভীতি ছিল আমজনতার, তা কেটে গেছে। রাস্তায় নিত্য যানজট দেখা গেছে।

বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনে মন দিয়েছে। এ উপলক্ষে ঢাকা ও চট্টগ্রামে কঠোর কর্মসূচি দেওয়া হচ্ছে না।

দুই সিটিতে নিজেদের অবস্থান, জনপ্রিয়তা যাচাই করতে উদগ্রিব রয়েছে দলটি। তাই তাদের পরিকল্পনায় নানা পরিবর্তন ও আচরণে নমনীয়তা লক্ষ্য করছেন সচেতনরা।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।