ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে ছাত্রলীগের ৩ কর্মী ছুরিকাহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৫
সিলেটে ছাত্রলীগের ৩ কর্মী ছুরিকাহত

সিলেট: সিলেট নগরের কানিশাইলে ছাত্রলীগের এক গ্রুপের ছুরিকাঘাতে অপর গ্রুপের তিন কর্মী আহত হয়েছেন।  

শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টায় কনিশাইলে অবস্থিত সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে এ ঘটনা ঘটে।



আহতরা হলেন- ছাত্রলীগ কর্মী বাপ্পী, দ্বোহা ও জুয়েল। তারা ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। আহতরা সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুনিয়র-সিনিয়র ইস্যুতে মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক পিযুষ গ্রুপের অনুসারী ছাত্রলীগ কর্মী মুনিম তুষার ও নাহিদের সঙ্গে মহানগর ছাত্রলীগ নেতা সাগর গ্রুপের বাপ্পী, তুষার ও জুয়েলের কথা কাটাকাটি হয়।

এরই জের ধরে মুনিম তুষার ও নাহিদসহ আরো কয়েকজন ছাত্রলীগ কর্মী বাপ্পী, দ্বোহা ও জুয়েলকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে যান।

স্থানীয়রা তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তির পর তাদের শরীরে কয়েক দফা অস্ত্রপচার করা হয়েছে বলে মেডিকেল সূত্রে জানা গেছে।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কোতোয়ালি পুলিশ। সিলেট কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) রবিউল হক মাসুম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারী ছাত্রলীগ কর্মীরা পালিয়ে যায়।

তবে তারা সবাই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র এবং সিনিয়র জুনিয়র নিয়ে কথা কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।