ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সিটি নির্বাচন

কাউন্সিলর পদে চূড়ান্ত হয়নি আ’লীগের একক প্রার্থী

শামীম খান, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৫
কাউন্সিলর পদে চূড়ান্ত হয়নি আ’লীগের একক প্রার্থী

ঢাকা: ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে এখনও একক প্রার্থী চূড়ান্ত করতে পারেনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দল সমর্থিত প্রার্থীর তালিকা চূড়ান্ত করতে আওয়ামী লীগের সমর্থন প্রত্যাশী প্রত্যেক প্রার্থীর সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে।



ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ওয়ার্ড রয়েছে ৫৭টি এবং উত্তর সিটি করপোরেশনে ৩৬টি। আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্রগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

তবে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ের আগেই তালিকা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা।

ঢাকা মহানগর আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রায় প্রতিটি ওয়ার্ডেই দলের ৪ থেকে ৫ জন করে, আবার কোনো কোনো ওয়ার্ডে ৭ থেকে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে দলের প্রভাবশালী কেন্দ্রীয় নেতা, ঢাকা মহানগর কমিটির নেতা ও সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের নিজস্ব কাউন্সিলর প্রার্থীও রয়েছেন। ওই নেতারা তাদের প্রার্থীদেরকে দল সমর্থিত প্রার্থী করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফলে প্রার্থী বাছাই নিয়েও হিমশিম খেতে হচ্ছে দলের নীতি-নির্ধারণী পর্যায়ে।

এ অবস্থায় প্রভাবশালী নেতাদের প্রার্থীর পক্ষেই দলের সমর্থন যাওয়ার সম্ভাবনা বেশি। এতে অনেক ওয়ার্ডেই যোগ্য প্রার্থীরা দলের সমর্থন পাবে না আশঙ্কা করছেন দলীয় সূত্র।

দক্ষিণ সিটি করপোরেশনে ওয়ার্ড কাউন্সিলর পদে ৫৩৩ জনের মনোনয়ন পত্র বৈধ হয়েছে। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়ন পত্র বৈধ হয়েছে ৪৪৬ জনের। এদের অর্ধিকাংশই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। অনেকে আবার ওয়ার্ড কমিটির গুরুত্বপূর্ণ পদে আছেন। এছাড়া আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য সংগঠনগুলো থেকেও প্রার্থী হয়েছে। পাশাপাশি ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, ন্যাপ, গণতন্ত্রী পার্টির প্রার্থীও রয়েছে।

এদিকে একক প্রার্থী নিশ্চিত করতে দলের দায়িত্ব প্রাপ্ত নেতারা প্রতিদিনই বৈঠক করে যাচ্ছেন। আগামী ৯ এপ্রিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ৮ এপ্রিলের মধ্যেই দল সমর্থিত প্রার্থী তালিকা চুড়ান্ত করা হবে বলে জানিয়েছেন তারা।

একক প্রার্থী মনোনয়নের বিষয়ে জানতে চাওয়া হলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বাংলানিউজকে বলেন, এ বিষয়ে দায়িত্ব প্রাপ্ত নেতারা রয়েছেন। তারাই একক প্রার্থী চূড়ান্ত করবেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ দুই সিটি করপোরেশনের একক প্রার্থী নির্ধারণের জন্য ১৫টি কমিটি (সংসদীয় এলাকা ধরে) গঠন করা হয়েছেন। দলের কেন্দ্রীয় নেতা, স্থানীয় সংসদ সদস্য ও ঢাকা মহানরের নেতারা এ কমিটিতে রয়েছেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক ও মন্ত্রী ফারুক খান বাংলানিউজকে বলেন, আমরা প্রার্থীদের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি। এদের মধ্য থেকে বেশি যোগ্য যারা তাদেরকে সমর্থন দেওয়া হবে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রতি ওয়ার্ডেই কয়েকজন করে প্রার্থী রয়েছেন। আমরা চেষ্টা করছি একজন করে প্রার্থী দেওয়ার। দ্রুতই এ তালিকা চূড়ান্ত করা হবে। আগামী ৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তার আগেই আমরা চূড়ান্ত করার চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।