মানিকগঞ্জ: নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে মানিকগঞ্জ সদর ও সিংগাইল উপজেলা থেকে বিএনপির পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (০৪ এপ্রিল) ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক চারকর্মী হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার মাসুদ খান (৩৫) , আ. সহিদ (২২) , সুমন প্রামাণিক (২৫) , মামুন (৩০) এবং সিংগাইল উপজেলার মাঈন উদ্দিন (২৮)।
জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন বাংলানিউজকে জানান, আটক কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫