খুলনা: খুলনায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
শনিবার (০৪ এপ্রিল) সকালে মহানগর বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
নির্দলীয় সরকারের অধীনে অবিলম্বে জাতীয় নির্বাচন, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার, ‘নিখোঁজ’ নেতা-কর্মীদের সন্ধানসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হাসান দুলুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি ও ২০ দলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম মঞ্জু।
অন্যদের মধ্যে খুলনা মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক শের আলম সান্টু, খুলনা জেলা ছাত্রদলের সভাপতি কামরান হাসান ও জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল কবির নাসিম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫