ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

রংপুর ছাত্রদল নেতার বাড়িতে বোমা তৈরির ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৫
রংপুর ছাত্রদল নেতার বাড়িতে বোমা তৈরির ঘটনায় মামলা

রংপুর: জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শহিদুলের বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় মামলা করেছে পুলিশ।

শুক্রবার (০৩ এপ্রিল) রাতে রংপুর কোতয়ালি থানার উপ-পরিদর্শক হোসেন আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।



এ বিষয়ে হোসেন আলী বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শহিদুলের ধাপ লাল কুটির বাড়ির ছাদে বোমা তৈরির সময় বিস্ফোরিত হয়।
 
বিস্ফোরণের পর বাড়ির সবাই পালিয়ে য়ায়। পরে পুলিশ সেখান থেকে আলামত সংগ্রহ করে নিয়ে আসে।

এ ঘটনায় ১০ জনের নামসহ অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করা হয়েছে।

মামলার আসামিরা হলেন- জেলা ছাত্রদলের সভাপতি জহির আলম নয়ন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিজবুল, ছাত্রদলের সাবেক নেতা মাহাফুজুনবী ডন, ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শহিদুল ও তার বাবা শফিকুলসহ আরও ১০ জন। এছাড়াও অজ্ঞাত ১৫ জন রয়েছে।

আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান হোসেন আলী।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।