ঢাকা: স্থানীয় সরকারে গণতন্ত্র প্রতিষ্ঠা নয়, মহাজোট সরকারের দলীয় স্বার্থসিদ্ধির জন্যই এ সময় নির্বাচন দেওয়া হয়েছে বলে দাবি গণতান্ত্রিক বাম মোর্চার।
শনিবার (৪ মার্চ) দুপুর ১২টায় রাজধানীর তোপখানা রোডে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সমন্বয়কারী মোশরেফা মিশু।
তিনি বলেন, গত আড়াই মাসের রাজনৈতিক অস্থিরতা সহিংসতা, গুম-ক্রসফায়ার-পেট্রোলবোমার কারণে জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছিলো। সরকার এর বাস্তবসম্মত কোনো সমাধান না করে হঠাৎ করে সিটি নির্বাচনের ঘোষণা মূলত মহাজোট সরকারের দলীয় স্বার্থসিদ্ধির জন্যই। স্থানীয় সরকারে গণতন্ত্র প্রতিষ্ঠা এই নির্বাচন ঘোষণার লক্ষ্য নয়।
বর্তমান পরিস্থিতিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের নূন্যতম গণতান্ত্রিক পরিবেশ দেশে নেই বলেও তিনি দাবি করেন।
এমন পরিস্থিতিতে গণতান্ত্রিক বাম মোর্চার বেশিরভাগ দল এই নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান বক্তারা।
এসময় তিনি আরও জানান, গণতান্ত্রিক বাম মোর্চার বেশিরভাগ দল সিটি নির্বাচনে অংশ না নিলেও কিছু দল সরকারের মুখোশ উন্মোচনের জন্য অংশ নেবে।
অংশ নেওয়া দলগুলোকে সংগঠনের পক্ষ থেকে সমর্থন দেওয়া হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোশরেফা মিশু বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। তাই আমাদের দলের মধ্যেও গণতন্ত্রের চর্চা করা হয়। সেজন্যই গণতান্ত্রিক বাম মোর্চার ৮টি দলের মধ্যে বেশিরভাগ দল এই নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে অনেকে অংশ নেবে।
এদিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ঢাকা সিটি করপোরেশনের উত্তরে মেয়র পদে নির্বাচন করছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, শ্রমিক কৃষক সমাজবাদী দলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান, গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আব্দুস সালাম, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক পরিষদের সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫