ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

পুলিশের নির্দেশ পেলেই পল্টন কার্যালয়ে ঢুকবে বিএনপি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৫
পুলিশের নির্দেশ পেলেই পল্টন কার্যালয়ে ঢুকবে বিএনপি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুলিশ কর্তৃপক্ষ যেহেতু তালা দিয়েছে তাদের নির্দেশ পেলেই বিএনপি পল্টন কেন্দ্রীয় কার্যালয় ঢুকবে বলে জানিয়েছেন বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন।

শনিবার (০৪ এপ্রিল) বিকেলে বাংলানিউজকে এ কথা বলেন।



শাহীন বলেন, পুলিশ চাবি বুঝাইয়া দেওয়ার পরই আমরা কার্যালয়ে প্রবেশ করবো।

তিনি বলেন, কার্যালয়ের চাবি দেওয়ার জন্য আমরা মতিঝিল ঝোনের ডিসি আনোয়ার হোসেন সঙ্গে যোগাযোগ করেছি। তিনি কোনো সদুত্তর দেননি। এ বিষয়ে তিনি আমাদের পরে জানাবেন।  

পল্টন কার্যালয়ের কর্মচারী দলিল উদ্দিন চাবির বিষয়ে শনিবার (০৪ এপ্রিল) দুপুরে পল্টন থানার (ওসি তদন্ত) তোফায়েল আহম্মেদের সঙ্গে সরাসরি থানায় দিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, চাবি দেওয়ার বিষয়ে আমরা কোনো নির্দেশ পাইনি।

কেন্দ্রীয় কার্যালয়ে ঢোক‍ার বিষয়ে আসাদুল করিম শাহীনের সঙ্গে বাংলানিউজের কথা হলে তিনি এ তথ্য জানান।  

এদিকে শনিবার দুপুরের দিকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলামের নেত‍ৃত্বে কেন্দ্রীয় কার্যালয়ের পশ্চিম পাশে শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের কিছু সংখ্যক নেতাকর্মীকে ঘ‍ুরাফেরা করতে দেখা যায়।    

এ বিষয়ে বাংলানিউজের সঙ্গে কথা হয় অধ্যাপক আমিনুল ইসলামসহ বেশ কয়েক জনের। তারা কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকার অপেক্ষয়ায় রয়েছেন বলে জানিয়েছেন। অধ্যাপক আমিনুল বলেন, উপরের নির্দেশ পেলেই আমরা কার্যালয়ে প্রবেশ করবো।

তিনি বলেন, যেহেতু কার্যালয়ের গেটে পুলিশ তালা ঝুলিয়েছে সেহেতু চাবিটি পুলিশের কাছেই রয়েছে। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি কিছুটা শিথিল হয়ে আসছে আশা করি পুলিশ কর্তৃপক্ষ আমাদের চাবিটি দিয়ে দেবেন।  

বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে আগের মতো পুলিশি প্রহরা না থাকলেও মাঝেম‍াঝে সাদা পোশাকে কিছু  সংখ্যক পুলিশ সদস্যদের ঘুরাফেরা করতে দেখা যায়।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫/ আপডেট ১৭০৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।