ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

১১ দফা দাবিতে ১৩ ইসলামি দলের মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৫
১১ দফা দাবিতে ১৩ ইসলামি দলের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রচলিত শিক্ষানীতি বাতিল, ইসলাম অবমাননাকারীদের মৃত্যুদণ্ডের আইন, শিক্ষানীতি সম্পূর্ণ ইসলামিকরণ করাসহ ১১ দফা দাবিতে মানববন্ধন করেছে আওয়ামী ওলামালীগসহ সমমনা ১৩টি ইসলামি দল।

শনিবার (০৪ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ মানবন্ধন করেন।



মানবন্ধনে সভাপতিত্ব করেন আওয়ামী ওলামালীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারি।

এ সময় আরও বক্তৃতা দেন- আওয়াম ওলামালীগের সাধারণ সম্পাদক মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরিয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুহম্মদ আবদুস সাত্তার প্রমুখ।

মানববন্ধন থেকে তারা অবিলম্বে ১১ দফা বাস্তবায়নের দাবি জানান।

দাবিগুলো হলো- পাঠ্যপুস্তকে নবী-রাসূলসহ পীর-আউলিয়াদের জীবনী অন্তর্ভুক্ত করা, সব যুদ্ধাপরাধীর ফাঁসি দ্রুত কার্যকর করা ও জামায়াত-শিবির নিষিদ্ধ করা, হরতাল-অবরোধের নামে পরীক্ষার্থীদের জীবন নষ্ট করা বন্ধে ব্যবস্থা নেওয়া, প্রচলিত শিক্ষানীতি বাতিল করা।

পাঠ্যপুস্তক থেক মওদুদিবাদী ও ইসলাম বিদ্বেষী লেখা প্রত্যাহার করা, ইসলাম অবমাননাকারীদের মৃত্যুদণ্ডের আইন করা, শিক্ষানীতি সম্পূর্ণ ইসলামিকরণ করা, শিক্ষাপ্রতিষ্ঠানে পর্দাবিরোধী বক্তব্য বন্ধে ব্যবস্থা নেওয়া।

বিয়ের নূন্যতম বয়স ১৬ বা ১৮ নির্ধারণ না করা, আসামসহ ভারতে মুসলিম নির্যাতন বন্ধে সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া, প্রশাসনের হিন্দুকরণ বন্ধ করা।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।