ঢাকা: খুব শিগগিরই ঢাকা ও চট্টগ্রামে মহাসমাবেশ করার চিন্তা করছে বিএনপি।
শনিবার (০৪ এপ্রিল) বিএনপির গুলশান কার্যালয় সূত্র বাংলানিউজকে এ তথ্য জানিয়েছে।
মহাসমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেও সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, সরকার যদি সিটি করপোরেশন নির্বাচনের লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারে তাহলে মহাসমাবেশে খালেদা জিয়া তাদের প্রার্থীর পক্ষে ভোটও চাইতে পারেন।
খালেদা জিয়া সমাবেশে দেশব্যাপী তাদের দলের নেতাকর্মীদের গুম, খুন বন্ধের ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানাবেন।
এছাড়া সকল দলের অংশগ্রহণে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানাবেন খালেদা জিয়া।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫