শেরপুর: শেরপুরের নকলায় মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমানকে সভাপতি ও মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম জিন্নাহকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের কমিটি করা হয়েছে।
শনিবার (০৪ এপ্রিল) স্থানীয় কল্পনা সিনেমা হল চত্বরে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
নকলা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান অধ্যাপক মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, শেরপুর-৩ আসনর সংসদ সদস্য একেএম ফজলুল হক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোসাদ্দেক ফেরদৌসী প্রমুখ।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক।
এরআগে ১৯৯৬ সালের ২৪ নভেম্বর জুন নকলা উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন এবং কমিটি গঠন করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫