ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে ঢিলেঢালা হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৫
সিলেটে ঢিলেঢালা হরতাল

সিলেট: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ডাকে শনিবার (৪ এপ্রিল) সিলেটে দিনভর ঢিলেঢালা হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পৃথকভাবে মিছিল বের করেন।

তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

সরেজমিন দেখা গেছে, হরতালের শুরুতে সকালে নগরীর রাস্তাঘাটে যানচলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যানবাহন চলাচল বৃদ্ধি পায়। তবে নাশকতার আশঙ্কায় নগরীর দোকানপাট ও বিপণিবিতানগুলো বেশির ভাগই ছিলো বন্ধ।

হরতালের মধ্যে সিলেট থেকে আন্ত:জেলা বাস চলাচল অব্যাহত ছিল। যথারীতি যানবাহন চলেছে সিলেটের আঞ্চলিক সড়কগুলোতেও। শিডিউল অনুসারে সিলেট থেকে ছেড়ে গেছে সব ক’টি ট্রেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বাংলানিউজকে জানান, হরতাল চলাকালে নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩ প্রিল) নগরীর বারুতখানায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের সমর্থনে মিছিল বের করে স্বেচ্ছাসেবক দল। এ সময় পুলিশের গুলিতে আহত হন অন্তত ১২ জন নেতাকর্মী।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাতেই সিলেটে শনিবার দিনব্যাপী হরতালে আহ্বান করে স্বেচ্ছাসেবক দল।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।