ফেনী: ফেনী সদর উপজেলায় সাইফুল ইসলাম (২৮) নামে যুবলীগের এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।
শনিবার (০৪ এপ্রিল) দুপুরে উপজেলার মোটবী ইউনিয়নের গোলার হাট এলাকায় এ ঘটনা ঘটে।
দলীয় বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রের দাবি। নিহত সাইফুল ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
সংশ্লিষ্ট দলীয় সূত্র জানায়, কিছুদিন ধরে স্থানীয় যুবলীগের দুই গ্রুপের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে গত ১৩ মার্চ দলীয় সভা শেষে বাড়ি ফেরার পথে যুবলীগ কর্মী আনোয়ারের ওপর হামলা করে মিন্টু গ্রুপের কর্মীরা। এতে বিরোধ আরো বৃদ্ধি পায়।
ওই ঘটনার জের ধরে শনিবার দুপরে গোলার হাটে যুবলীগ কর্মী সাইফুল ইসলামের ওপর হামলা করে আনোয়ার গ্রুপের কর্মীরা। এ সময় সাইফুলকে লক্ষ্য করে গুলি করলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে হামলাকারী চলে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।
ফেনী আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা বাংলানিউজকে জানান, সাইফুলের শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে বলেন, দোষীদের আটকে অভিযান চালানো হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে ফেনী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, এটি দলীয় কোন্দলের কারণে হয়নি। এটি স্থানীয় বিরোধ।
এদিকে, এ ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫/আপডেট: ১৯১৮ ঘণ্টা