ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

নয়াপল্টনে বিএনপি নেতারা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৫
নয়াপল্টনে বিএনপি নেতারা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ছবি)

ঢাকা: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছেছেন বিএনপির সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের একটি দল। বর্তমানে তালা খুলে ভেতরে ঢোকার চেষ্টা করছেন তারা।



শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরে যাওয়ার পর শনিবার সেখানে প্রবেশের উদ্যোগ নেয় বিএনপি।

এর আগে বিকেলে আসাদুল করিম শাহীন বলেছিলেন,পুলিশ যেহেতু তালা দিয়েছে তাই তাদের অনুমতি পেলেই পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকবেন তারা।

তিনি বলেন, কার্যালয়ের চাবি ফেরত দেয়ার জন্য আমরা মতিঝিল জোনের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করেছি।

কেন্দ্রীয় কার্যালয় খুলে দেয়ার গুঞ্জনে শনিবার দুপুর থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।

এ সময় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়া কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, তারা কেন্দ্রীয় কার্যালয়ে ঢোকার অপেক্ষায় রয়েছেন। উপরের নির্দেশ পেলেই আমরা কার্যালয়ে প্রবেশ করবো।

শনিবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পোশাকধারী পুলিশের তেমন উপস্থিতি চোখে না সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঘোরাফেরা করতে দেখা গেছে। এছাড়া ফকিরাপুল এবং বিজয়নগরে টহল দিচ্ছে পুলিশের ভ্যান।

পাশাপাশি দীর্ঘদিন পর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় খোলার খবর পেয়ে সেখানে জড়ো হয়েছেন উৎসুক জনতা।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫

** কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি নেতারা
** ঢাকা-চট্টগ্রামে মহাসমাবেশ করবেন খালেদা
** পুলিশের নির্দেশ পেলেই পল্টন কার্যালয়ে ঢুকবে বিএনপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।