ঢাকা: রোববার (৫ এপ্রিল) হরতাল ডাকছে না বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। শনিবার সন্ধ্যা পৌনে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জোটের পক্ষ থেকে হরতালের কোনো ঘোষণা দেওয়া হয়নি।
টানা অবরোধ কর্মসূচির মধ্যে গত ১৫ জানুয়ারি থেকে শুক্র-শনিবার সরকারি ছুটির দিন বাদ দিয়ে সপ্তাহের সব কর্মদিবসে হরতাল কর্মসূচি পালন করে আসছে বিএনপির নেতৃত্বাধীন জোট।
গত পৌনে তিন মাস ধরে প্রতি বৃহস্পতি, শুক্র বা শনিবার সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে রোববার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী টানা ৭২ ঘণ্টার হরতাল ডেকে আসছে তারা।
এর পর মঙ্গলবার বিকেলে আরেকটি প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত আরো ৪৮ ঘণ্টা হরতাল বাড়িয়ে আসছে।
তবে ঢাকা দক্ষিণ-উত্তর ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর হরতাল কর্মসূচির কিছুটা পরিবর্তন আনা হয়। গত রোববার (২৯ মার্চ) হরতাল না ডেকে সোমবার (৩০ মার্চ) ভোর ৬ টা থেকে বুধবার (১ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা হরতাল ডাকে বিএনপি জোট। ঢাকা ও চট্টগ্রাম মহানগরকে রাখা হয় হরতালের আওতামুক্ত।
তবে ৪৮ ঘণ্টা পার হবার আগেই মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে শুক্রবার (৩ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত হরতাল বাড়ানো হয়।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫