ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

প্রার্থীদের পরিচয় জানতে খালেদার কার্যালয়ে এমাজউদ্দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৫
প্রার্থীদের পরিচয় জানতে খালেদার কার্যালয়ে এমাজউদ্দিন ছবি : খালেদা জিয়া / এমাজউদ্দিন আহমেদ

ঢাকা: সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের বিষয়ে আলাপ করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে এসেছেন অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ।

‘শত নাগরিক’- এর আহবায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ উপাচার্যের সঙ্গে ঢাবির শিক্ষক সুকোমল বড়ুয়া ও চিত্রপরিচালক শামস আল মামুনও রয়েছেন।


শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা পৌনে সাতটায় তারা কার্যালয়ে প্রবেশ করেন।

এর আগে এমাজউদ্দিন বলেন, নির্বাচন প্রসঙ্গে আলাপ করতে এসেছি। প্রার্থী চূড়ান্ত ও ঘোষণার বিষয়ে খালেদা জিয়ার মত জানতে চাইবো।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘন্টা, এপ্রিল ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।