ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

আ’লীগের দু’দিনের কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৫
আ’লীগের দু’দিনের কর্মসূচি

ঢাকা: সিটি নির্বাচন উপলক্ষে দলের নেতাকর্মীদের উজ্জীবিত করতে ৫ এপ্রিল খিলগাও এবং ৬ এপ্রিল রমনা থানায় দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সমন্বয় টিমের এক অনানুষ্ঠানিক সভায় এ কর্মসূচি ঘোষণা কর‍া হয়।



ওই সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমন্বয়ক ও দলটির কৃষিবিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আফম বাহাউদ্দিন নাছিম, উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস, ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, যুগ্ম সম্পাদক হাজী মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণের মেয়র প্রার্থী সাঈদ খোকন, শাহে আলম মুরাদ প্রমুখ।

বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণা ও নিজেদের প্রার্থীর জয় নিশ্চিত করার কৌশল নিয়ে আলোচনা হয়।

এ সময় ৫ এপ্রিল খিলগাও ও ৬ এপ্রিল রমনায় কর্মী সভার কর্মসূচি ঘোষণা করেন তারা। ‌ একই সঙ্গে ৬ এপ্রিল সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা ও বিকেলে বিক্রমপুরের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করার সিদ্ধান্ত হয়।

একই দিন রাত ৮ টায় ধানমনন্ডির কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নগর নেতাদের মতবিনিময় সভা করারও সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।