গুলশান থেকে: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করেছেন তার আইনজীবীরা। রোববার (৫ এপ্রিল) আদালতে খালেদার হাজিরার বিষয়ে আলোচনা করতে এসেছেন বলে সাংবাদিকদের জানান তারা।
শনিবার (৪ এপ্রিল) রাত পৌনে দশটার দিকে কার্যালয়ে ঢোকেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী, অ্যাডভোকেট আবুল কামাল খান ও মো. ইকবাল হোসেন ।
এরপর আসেন তৌহিদুল ইসলাম ও মো. জিয়াউদ্দিন নামের আরও দু’জন আইনজীবী।
খালেদার বিরুদ্ধে দুই দুর্নীতি মামলার বিভিন্ন কাগজপত্র নিয়ে আসেন তারা।
খালেদার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে। এ দুই দুর্নীতি মামলায় হাজিরা দিতে খালেদা জিয়া রোববার সকালে বিচারিক আদালতে যাচ্ছেন।
খালেদা জিয়াসহ তিন আসামির বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা নিয়ে শুনানি হবে এদিন। দীর্ঘদিন ধরে শুনানিতে অনুপস্থিত থাকায় গত ২৫ ফেব্রুয়ারি এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
খালেদা আদালতের কাছে জামিন চাইবেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণেরও কথা রয়েছে রোববার।
গত ৪ মার্চ শুনানি শেষে দুই দুর্নীতি মামলায় প্রধান আসামি খালেদা জিয়াসহ তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বহাল রাখেন আদালত। আসামিপক্ষের আবেদনে ওইদিনই সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ৫ এপ্রিল পুনর্নির্ধারণ করেন আদালত।
বাংলাদেশ সময়: ২২৩২ ঘন্টা, এপ্রিল ০৪, ২০১৫