ঢাকা: বিএনপির সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীনের নেতৃত্বে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে অবস্থান করা নেতাকর্মীরা শনিবার (০৪ এপ্রিল) দিনগত রাত পৌনে ১১টায় বেরিয়ে গেছেন। রোববার (০৫ এপ্রিল) সকালে ফের তারা কার্যালয়ে আসবেন ও পরিষ্কার পরিচ্ছন্ন করবেন।
এ বিষয়ে আসাদুল করিম শাহীন বাংলানিউজকে বলেন, কার্যালয়ে বর্তমানে বিদ্যুত, গ্যাস, পানি সংযোগ নেই। এছাড়া অনেকদিন ধরে ব্যবহার না হওয়ায় ধুলো-বালি পড়েছে।
তিনি বলেন, রোববার সকালে ফের কার্যালয়ে যাবো। নিজেরা বা লোকজন দিয়ে কার্যালয় পরিষ্কার করানো হবে।
গত শুক্রবার (০৩ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরে যাওয়ার পর শনিবার সেখানে প্রবেশের উদ্যোগ নেয় বিএনপি।
এর আগে শনিবার বিকেলে আসাদুল করিম শাহীন বলেছিলেন, পুলিশ যেহেতু তালা দিয়েছে তাই তাদের অনুমতি পেলেই পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকবেন তারা।
তিনি বলেন, কার্যালয়ের চাবি ফেরত দেওয়ার জন্য আমরা মতিঝিল জোনের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করেছি।
কেন্দ্রীয় কার্যালয় খুলে দেওয়ার গুঞ্জনে শনিবার দুপুর থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।
এ সময় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, তারা কেন্দ্রীয় কার্যালয়ে ঢোকার অপেক্ষায় রয়েছেন। উপরের নির্দেশ পেলেই আমরা কার্যালয়ে প্রবেশ করবো।
শনিবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পোশাকধারী পুলিশের তেমন উপস্থিতি চোখে না সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঘোরাফেরা করতে দেখা যায়। এছাড়া ফকিরাপুল এবং বিজয়নগরে টহল দেয় পুলিশের ভ্যান।
বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫
এমএম/জেডএস