লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মো. মনির হোসেন (৩২) নামে এক যুবলীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (০৪ এপ্রিল) দিনগত রাত সাড়ে আটটার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মনির হোসেন বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত রফিক উল্যার ছেলে এবং ওই ইউনিয়নের ৯নং কাশিপুর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে বাড়ির পাশের একটি চায়ের দোকান থেকে ফিরছিলেন মনির। এ সময় বাড়ির সামনে আগে থেকে ওৎ পেতে থাকা ৬ থেকে ৭ জন সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী মনির হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় স্থানীয় লাদেন-মাছুম বাহিনীর সন্ত্রাসীদের দায়ী করে বশিকপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান নিশান বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে যুবলীগ নেতা মনিরকে গুলি করা হয়েছে।
বশিকপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫
এসআর/জেডএস