ঢাকা: পশ্চিমা রাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন অতীতের যে কোন সময়ের চেয়ে ভালো বলে মত দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
বিএনপি-জামায়াতের দিকে অঙুলি নির্দেশ করে তিনি বলেছেন, বিদেশি কূটনীতিকরা এখন বুঝতে পেরেছে কারা সন্ত্রাস ও সহিংসতা লালন করে।
বাংলানিউজের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর এক বছর তিন মাস কেটে গেছে। এর মধ্যে অনেক নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে এসেছেন। তারাসহ যারা আগে থেকে আছেন তারা ঘটনা প্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। আর পর্যবেক্ষণেই তারা বুঝতে পেরেছেন বিএনপি-জামায়াত সন্ত্রাসভিত্তিক রাজনৈতিক দল।
আন্দোলনের নামে তারা সন্ত্রাস লালন করে মানুষ পুড়িয়ে মেরেছে ৮৫ দিন ধরে সেটা তাদের কাছে স্পষ্ট।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের সুসম্পর্ক রয়েছে এমন মত দিয়ে শাহরিয়ার আলম বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শিগগিরই দ্বি-পাক্ষিক নিরাপত্তা সংলাপে বসছে বাংলাদেশ।
ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর জন কেরির সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কেএম মাহমুদ আলীর সফল বৈঠক হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সে বৈঠকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। আশাকরি এ বছরেই সফরটি হবে।
চীনের প্রধানমন্ত্রী চলতি বছর বাংলাদেশ সফরে আসতে পারেন বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
কেবল কূটনীতিক নয়, উন্নয়ন সহযোগিতায়ও বাংলাদেশ সাম্প্রতিক সঙ্কটগুলো কাটিয়ে এখন অগ্রসরতার পথে হাঁটছে, এমন মত শাহরিয়ার আলমের।
এ প্রসঙ্গে রানা প্লাজার দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন সংস্থা, শ্রম অধিকার সংগঠন তথা ক্রেতাদের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে।
আইএলও রানা প্লাজার দুর্ঘটনার পর ৭৭ শতাংশ কারাখানা পরিদর্শন শেষ করেছে। যেসব কারখানায় সন্তোষজনক কর্মপরিবেশ রয়েছে। এটি একটি চমৎকার অর্জন, বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, যে দেশ এভাবে এগিয়ে যাচ্ছে তাকে সহযোগিতা না করে উপায় নেই।
ইউরোপীয় ইউনিয়নের দেওয়া জিএসপি সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, তারা সহ যেসব বন্ধুরাষ্ট্র বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহযোগিতা করে তারা লক্ষ রাখে বাংলাদেশ তাদের দেওয়া সুবিধা কাজে লাগাতে পারে কিনা। আর এ ব্যাপারে তারা সন্তুষ্ট থাকে বলেই সহযোগিতার মাত্রা দিন দিন বাড়ছে।
এ ধরনের শত শত সূচকের সবগুলোতে বাংলাদেশ টিক মার্ক পেয়েছে বলেই জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, আমরা তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করতে পেরেছি আমরা সামনে এগিয়ে যাচ্ছি।
অর্থনৈতিক ও সামাজিক সূচকে বাংলাদেশ অগ্রসরমান একটি দেশ।
আবারও বিএনপি-জামায়াতের প্রসঙ্গ টেনে শাহরিয়ার বলেন, একটি রাজনৈতিক দল বা জোট যখন নির্বাচনের দাবি করছে স্রেফ ক্ষমতায় যাওয়ার লোভে। যারা এসএসসি ও এইচএসসি লাখ লাখ পরিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট করে হরতাল অবরোধ ডাকে। তাদের পক্ষে বিদেশি কেন, দেশেরই কেউ আর দাঁড়াবে না।
বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫
কেজেড/এমএমকে