বকশিবাজার থেকে: দুর্নীতি মামলায় হাজিরা দিতে কিছুক্ষণ পরই রাজধানীর বকশিবাজারের ঢাকা আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার আগমনকে কেন্দ্র করে বকশিবাজার, পলাশী মোড়, উর্দু রোড, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) সংলগ্ন চাঁনখারপুল মোড়, বালুর মাঠ, ঢাকেশ্বরী মন্দিরসহ আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকাল থেকেই আদালত চত্বর ও এর আশপাশের এসব এলাকায় অবস্থান নেন পুলিশ-ৠাব-বিজিবি-আমর্ড পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। তাদের পাশাপাশি দায়িত্ব পালন করছেন সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসব এলাকার প্রতিটি মোড়ে, প্রতিটি গলিতে মোতায়েন রয়েছেন আইন-প্রয়োগকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।
খালেদার আদালতে হাজিরা দেওয়াকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই আইন-প্রয়োগকারী সদস্যরা দায়িত্ব পালন করছেন বলে জানাচ্ছে সংশ্লিষ্ট সূত্র।
এ বিষয়ে লালবাগ জোনের উপ-কমিশনার (ডিসি) মফিজউদ্দীন আহমদ বাংলানিউজকে জানান, বিএনপি প্রধানের আদালতে আগমনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কাবস্থানে আছে।
খালেদার হাজিরা শেষ করে যাওয়া পর্যন্ত এ তৎপরতা থাকবে বলে জানান ডিসি মফিজউদ্দীন আহমদ
এছাড়া, ডিসিকে খানিক পরপরই ওই এলাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ব্রিফ করতে লক্ষ্য করা গেছে।
আদালত চত্বর ও তার বাইরে আইন-প্রয়োগকারী সংস্থার সদস্যদের মোতায়েনের পাশাপাশি রাখা হয় জলকামান, রায়ট কার, এপিসি কার, পুলিশ ভ্যান, ফায়ার সার্ভিসের গাড়িও। সকাল পৌনে ৯টার দিকে আদালত চত্বরের বাইরে জলকামান, রায়ট কার, এপিসি কার, পুলিশ ভ্যানসহ আইন-প্রয়োগকারী সংস্থার বেশ কিছু গাড়ি দেখা যায়। এছাড়া, আদালত চত্বরে রাখা হয় ফায়ার সার্ভিসের একটি গাড়িও।
পুরো আদালত চত্বর এলাকাকে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে আনার অংশ হিসেবে ওই এলাকায় জনসাধারণের প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রত্যেক মোড়ে মোড়ে তল্লাশি করা হচ্ছে। এমনকি আদালতে প্রবেশের ক্ষেত্রেও মেটাল ডিটেক্টর যন্ত্র দিয়ে সবাইকে তল্লাশি করা হচ্ছে।
ইতোমধ্যেই খালেদার আইনজীবীরা আদালত চত্বরে পৌঁছেছেন।
এদিকে, খালেদার আদালতে হাজিরাকে কেন্দ্র করে আগে বকশিবাজার অভিমুখী বদরুন্নেসা কলেজের সামনের সড়কটি বন্ধ করে দেওয়া হয়ে থাকলেও রোববার সকাল ১০টা পর্যন্ত সেটি খোলা রয়েছে।
অন্যদিকে, খালেদা জিয়ার আদালতে আগমনে বদরুন্নেসা কলেজের সামনের সড়কে আগে নেতাকর্মীদের ভিড় লেগে থাকলেও রোববার সকাল ১০টা পর্যন্ত কোনো নেতাকর্মীকেই চোখে পড়েনি।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্র জানিয়েছে, খালেদা জিয়া আদালতে আসার প্রস্তুতি নিচ্ছেন। সকাল সাড়ে ৯টার পর কার্যালয় ত্যাগ করে আদালতের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। এর মাধ্যমে ইতি ঘটছে টানা তিন মাসেরও বেশি সময় তার রাজনৈতিক কার্যালয়ে অবস্থানের। গত ৩ জানুয়ারি থেকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রয়েছেন খালেদা জিয়া।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আসছেন খালেদা। মামলা দু’টির বিচারিক কার্যক্রম চলছে বকশিবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।
অর্থ আত্মসাতের অভিযোগে ওই দুই মামলায় খালেদাসহ তিন আসামির বিরুদ্ধে গত ২৫ ফেব্রুয়ারি থেকে জারি করা গ্রেফতারি পরোয়ানা নিয়ে শুনানি হবে এদিন। আদালতের কাছে জামিন চাইবেন খালেদা।
বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫/আপডেট ১০১১ ঘণ্টা/আপডেট ১০২৮ ঘণ্টা
এমএম/এমআই/এইচএ