গুলশান থেকে: দীর্ঘ তিন মাস পর নিজের রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার সকাল দশটার কিছু আগে গুলশানের কার্যালয় থেকে তাকে বহনকারী গাড়ি আদালতের পথে রওয়ানা হয়।
বকশীবাজারের আলীয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে অংশ নিতেই খালেদা জিয়ার এই কার্যালয় ত্যাগ।
অর্থ আত্মসাতের অভিযোগে ওই দুই মামলায় খালেদাসহ তিন আসামির বিরুদ্ধে গত ২৫ ফেব্রুয়ারি জারি করা গ্রেফতারি পরোয়ানা নিয়ে শুনানি হবে। আদালতের কাছে জামিন চাইবেন খালেদা।
জামিন পেলে আদালত থেকেই গুলশান ৭৯ নম্বর রোডের ১ নম্বর বাসা ‘ফিরোজা’য় ফিরবেন তিনি। গত ৩ জানুয়ারি ওই বাসা ছেড়ে ৮৬ নম্বর সড়কের ৬ নম্বর বাড়িতে তার রাজনৈতিক কার্যালয়ে অবস্থান নেন খালেদা জিয়া। এরপর ডাকেন টানা অবরোধ। সঙ্গে দফায় দফায় হরতাল দিতে থাকে তার দল।
প্রায় পৌনে তিন মাস পর রোববার সপ্তাহের প্রথম কর্ম দিবসে হরতাল কর্মসূচির ধারাবাহিকতা থেকে সরে থাকে তার বিএনপি।
** প্রস্তুতি নিচ্ছেন খালেদা, নিরাপত্তা জোরদার
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
এসকেএস/জেডএম/