ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

নেতারাও ছাড়লেন খালেদার কার্যালয়

সাজেদা সুইটি, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
নেতারাও ছাড়লেন খালেদার কার্যালয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গুলশান থেকে: চেয়ারপারসন খালেদা জিয়া তার রাজনৈতিক কার্যালয় ত্যাগ করার আগেই চলে গেছেন বিএনপি নেতাকর্মীরা।

রোববার সকাল দশটার কিছু আগে তার গুলশানের কার্যালয় ছাড়েন খালেদা।

গত ৩ মাস ধরে ওই কার্যালয়ে চেয়ারপারসন অবস্থান করায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমানসহ আরো ক’জন নেতাও সেখানে অবস্থান করছিলেন। BNP_office_01

তিন মাস পর রোববার সকালে খালেদা জিয়া বের হয়ে যাওয়ার আগেই তারা কার্যালয় ছাড়েন।

বর্তমানে কেবল কার্যালয়ের স্টাফরাই আছেন সেখানে। খালেদা জিয়া চলে যাওয়ার পরও তার কার্যালয় এলাকায় কিছু মিডিয়া কর্মীর উপস্থিতি দেখা যায়। প্রবেশ পথে চেয়ার পেতে বসেন নিরাপত্তা কর্মীরা।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।