বিশেষ আদালত (আলিয়া মাদ্রাসা) থেকে: বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দুই দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পর রোববার বেলা পৌনে ১২টার দিকে বকশীবাজারে আলীয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালত থেকে তিনি গুলশানের বাসার পথে রওয়ানা হন।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে অংশ নিতেই আদালতে যান খালেদা জিয়া। দীর্ঘ তিন মাস পর গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে সকাল দশটার কিছু আগে আদালতের পথে রওয়ানা হন তিনি।
গত ৩ জানুয়ারি ওই বাসা ছেড়ে ৮৬ নম্বর সড়কের ৬ নম্বর বাড়িতে তার রাজনৈতিক কার্যালয়ে অবস্থান নেন বিএনপি প্রধান। এরপর ডাকেন টানা অবরোধ। সঙ্গে দফায় দফায় হরতাল দিতে থাকে তার দল।
প্রায় পৌনে তিন মাস পর রোববার সপ্তাহের প্রথম কর্ম দিবসে হরতাল কর্মসূচির ধারাবাহিকতা থেকে সরে থাকে বিএনপি।
রোববার আদালতে অর্থ আত্মসাতের অভিযোগে ওই দুই মামলায় খালেদাসহ তিন আসামির বিরুদ্ধে গত ২৫ ফেব্রুয়ারি জারি করা গ্রেফতারি পরোয়ানা নিয়ে শুনানি হয়। খালেদা জিয়ার আইনজীবীরা জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
এমএম/জেডএম/
** খালেদার জামিন মঞ্জুর
** খালেদা-বরণের প্রস্তুতি গুলশানের বাসায়
** খালেদার জামিন শুনানি চলছে
** আদালতে খালেদা
** জামিনের আবেদন প্রস্তুত, বিশেষ ব্যবস্থা এজলাসকক্ষে
** নেতারাও ছাড়লেন খালেদার কার্যালয়
** বখশিবাজার অস্থায়ী আদালত এলাকায় কড়া নিরাপত্তা