ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়াকে কৈফিয়ত দিতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
খালেদা জিয়াকে কৈফিয়ত দিতে হবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

ঢাকা: তিন মাস তথাকথিত আন্দোলনের নামে যে ক্ষতি করেছেন তার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মানুষের কাছে কৈফিয়ত দিতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ঘরে ফিরে যাওয়ার জন্য খালেদা জিয়াকে ধন্যবাদও জানিয়েছেন মন্ত্রী।



রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী বলেন, তথাকথিত আন্দোলন মানুষের জান-মাল, ব্যবসা-বাণিজ্যের ক্ষতির জন্য তাকে কৈফিয়ত দিতে হবে, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে।

গত ৩ জানুয়ারি রাত থেকে গুলশান রাজনৈতিক কার্যালয়ে অবস্থানের পর দুর্নীতির মামলায় হাজিরা দিয়ে রোববার গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া।    

বাণিজ্যমন্ত্রী বলেন, গত বছরের ৫ জানুয়ারির নির্বাচন না করে এবং তিন মাস তথাকথিত আন্দোলনের নামে দেশের যে ক্ষতি করার চেষ্টা করেছেন, এটা তিনি নিশ্চয়ই উপলব্ধি করেই আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণ করার জন্য খালেদা জিয়াকে অনেক অনেক ধন্যবাদ। তার শুভবুদ্ধির উদয় হয়েছে।

তিনি বলেন, তিন মাস নিরীহ ও নিরাপরাধ মানুষকে পেট্রোল বোমা মেরে হত্যা, অগ্নিদগ্ধ করা ছাড়া কোনো লাভ হয়নি। শেষ পর‌্যন্ত খালেদা জিয়াকে আত্মসমর্পণ করতে হয়েছে। তিনি যে জিদ ধরেছিলেন, তিনি আদালতে যাবেন না, শেষ পর‌্যন্ত আদালতে গেলেন, আত্মসমর্পণ করলেন।

মন্ত্রী বলেন, জনগণের প্রশ্ন, ৯২ দিন কার্যালয়ে থেকে তিনি কি লাভ করেছেন? দেশের মানুষের ক্ষতি করা ছাড়া তথাকথিত আন্দোলনে তিনি কোনো লাভ করেননি। তবে আন্তর্জাতিক বিশ্বে আমাদের সুনাম নষ্ট করেছেন। কারণ, যে ক্রেতা আমাদের পণ্য কেনে তাদের মধ্যে সংশয় ছিল। কিন্তু সুখের বিষয় দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছেন, ব্যবসায়ীরাও ঘুরে দাঁড়িয়েছেন।

তাই আমাদের রফতানিকেও ব্যাহত করতে পারেনি খালেদার হরতাল-অবরোধ। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব কমার্স অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল’র একটি পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী বলেন, আমাদের রফতানি বেড়েছে ২ দশমিক ৮২ শতাংশ।

দেশের রফতানি বাড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, লক্ষ্য নির্ধারণ করেছি ৩৩ দশমিক ২ বিলিয়ন ডলার। এর বিপরীতে জুলাই-ফেব্রুয়ারি মাসে হয়েছে প্রায় কাছাকাছি। তথাকথিত নাশকতা, জঙ্গি তৎপরতা, সন্ত্রাসের কারণে ক্রেতারা অর্ডার কম দিয়েছে, এটার প্রভাব পরে হবে। এই ক্ষতিটা খালেদা জিয়া করেছেন।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করলেন, আদালতেও গেলেন। কিন্তু তাকে কৈফিয়ত দিতে হবে এতোগুলো জীবন কেড়ে নিলেন কেন, আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশর সুনাম খর্ব করলেন কেন?

আইন-শৃঙ্খলা বাহিনী কৃতিত্বের সঙ্গে, নিষ্ঠার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে দেশটাকে স্বাভাবিক রাখতে পেরেছে। এজন্য তাদেরকে ধন্যবাদ জানান মন্ত্রী।

খালেদা জিয়া নিজের ঘর ছেড়ে দলীয় অফিসে অবস্থান করে বলেছিলেন, যতোক্ষণ শেখ হাসিনার পতন না ঘটবে, ততোক্ষণ বাসায় ফিরে যাবেন না। আজকে তিনি উপলদ্ধি করেছেন। দেশের মানুষ স্বস্তির নি:শ্বাস ফেলবেন।

তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী তার লক্ষ্য থেকে সরেননি, কঠিন অবস্থার মধ্যেও কাজ করে গেছেন। আন্দোলন উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্থ করতে পারেনি।

সাংবাদিকদের এক প্রশ্নে বাণিজ্যমন্ত্রী বলেন, সোমবারের (৬ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে ভারত-বাংলাদেশ ট্রেড ইউনিয়ন এগ্রিমেন্ট উঠবে। এর মাধ্যমে আমাদের পণ্য ভুটান-নেপালে নিতে পারবো। আবার ভুটান-নেপাল ভারতের মধ্য দিয়ে আসতে পারবে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫
এমআইএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।