ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোববার সন্ধ্যায় নেতাদের নিয়ে অনানুষ্ঠানিক আলোচনায় বসছেন।
দলীয় সূত্রের দাবি, সময় নষ্ট করতে রাজি নন খালেদা জিয়া।
গুলশান ও বারিধারায় যেসব নেতার বাসা, তারা দেখা করতে এলেই নির্বাচনের আলোচনা সেরে নেবেন তিনি- দাবি একই সূত্রের।
বিশেষ করে ঢাকা সিটি উত্তরের প্রার্থী পছন্দের বিষয়টি নিয়ে কথা হবে তাদের।
অনির্ভরযোগ্য সূত্র জানায়, খালেদা কার্যালয়ে যেতে পারেন সন্ধ্যার দিকে। সেখানেই সারবেন ছোট্ট একটি বৈঠক।
নির্বাচন নিয়ে খালেদার ফিল্ড ওয়ার্কের ম্যাপও তৈরি হতে পারে এ সময়।
অবশ্য এ সম্ভাবনা নাকচ করে গুলশান সূত্র জানায়, খালেদা ক্লান্ত। তিনি বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন। বোন সেলিমা ইসলাম ও ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমার সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।
'আজ (রোববার) বাসা থেকে বের হওয়ার কোনো সম্ভাবনা নেই তার'- জানায় সূত্র। তিন মাস পর কার্যালয় থেকে সকাল ৯টা ৫৬ মিনিটে বের হন তিনি। আদালতে হাজিরা দিয়ে জামিন নিয়ে বেলা ১২টা ১৮ মিনিটে বাসায় ঢোকেন।
বাসা সূত্রে জানা যায়, কানিজ ফাতেমা ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান। এরপর বাসার সবার সঙ্গে কুশল বিনিময় শেষে নিজ কামরায় বিশ্রামে যান খালেদা।
বাসার বাইরে সিএসএফ (চেয়ারপারসনস সিকিউরিটি ফোর্স) ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা রয়েছেন।
সংবাদমাধ্যমকর্মীদের উপস্থিতিও রয়েছে বেশ।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫
এসকেএস/জেডএম