ফেনী: দেরিতে হলেও বিএনপির বোধোদয় ঘটেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (০৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুরে ফোর লেন প্রকল্পের কাজ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বিএনপি রাজনীতিতে বাস্তবতার পথ থেকে সরে গিয়েছিল। তারা আন্দোলন করতে গেছেন চোরাগোপ্তা বোমাবাজিতে।
তিনি বলেন, বিএনপি-জামায়াত জোটের আন্দোলনের টার্গেট নিরীহ ও খেটে খাওয়া মানুষকে পথে বসানো। সে কারণেই তাদের আন্দোলন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিগত ৮টি সিটি নির্বাচন সরকার অবাধ ও নিরপেক্ষ করেছে। এ ৩ নির্বাচনেও নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিবে।
তিনি বলেন, চলতি বছরের জুলাই নাগাদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফের লেনের কাজ শেষে হবে। জুলাই মাসে এ সড়কের উদ্বোধন হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফোর লেন প্রকল্পের অতিরিক্ত পরিচালক অরুণ আলো চাকমা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫