ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

ডিসিসি নির্বাচন

শো’কজের জবাব দিলেন খোকন-মিলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
শো’কজের জবাব দিলেন খোকন-মিলন সাঈদ খোকন ও সাইফুদ্দিন মিলন

ঢাকা: নির্বাচন কমিশন অফিসে গিয়ে কারণ দর্শানোর (শো’কজ) নোটিশের জবাব দিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন ও জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী সাইফুদ্দিন মিলন।

রোববার (০৫ এপ্রিল) বিকেল পৌনে ৪টায় আইনজীবীসহ তারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে এ শো’কজের জবাব দেন।



রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বের হয়ে সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং নির্বাচন কমিশনের প্রতি আস্থাশীল ও অনুগত। আমরা মুসলমান হিসেবে মসজিদে গিয়ে নামাজ পড়ি। নামাজ শেষে মানুষের সঙ্গে হাত মেলানো মুসলিম রীতির মধ্যেই পড়ে। এটি আচরণবিধি লঙ্ঘনের কিছু নয়। আমার আইনজীবীসহ এসে শো’কজের জবাব দিয়েছি। নির্বাচন কমিশনকে বোঝাতে সক্ষম হয়েছেন বলেও জানান তিনি।

শুক্রবার (০৩ এপ্রিল) চকবাজারের একটি মসজিদে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিমকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী সাঈদ খোকনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

এদিকে পোস্টারের মাধ্যমে প্রচারণা চালানোর কারণে মেয়র প্রার্থী সাইফুদ্দিন মিলনের বিরুদ্ধেও নির্বাচনী ‍আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এ দুই প্রার্থীকে রোববারের (০৫ এপ্রিলে) মধ্যে কারণ দর্শাতে নোটিশ দেন রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।