ঢাকা: আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের যুগ্ম সম্পাদক নুরুজ্জামানকে গোয়েন্দা পুলিশ আটক করেছে বলে দাবি করেছেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।
রোববার (০৫ এপ্রিল) দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আরেকটি সূত্র মতে, নুরুজ্জামান রোববার সকাল থেকে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্দেহজনক ঘোরাঘুরি করছিল। বিষয়টি নজরে রেখে দুপুর ১টার দিক তাকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ০৫,২০১৫